Logo

সারাদেশ

গ্যাস ট্যাবলেট ছিটিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:১৯

গ্যাস ট্যাবলেট ছিটিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে মালিকপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- শিবনগর গ্রামের রবিউলের ছেলে রনি ও একই গ্রামের ইব্রাহিম। তবে পলাশ নামের অপর একজন পালিয়ে যায়।

মাছের ঘের মালিক জাহাঙ্গীর জানান, তিনি ও তার অংশীদার চঞ্চল বিগত তিন বছর ধরে শিবনগর গ্রামে ২৮ বিঘা জমির ওপর মাছের ঘের পরিচালনা করে আসছেন। বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে রনির প্ররোচনায় ইব্রাহিম ও পলাশ ঘেরে প্রবেশ করে গ্যাস ট্যবালটে ছিটিয়ে দেয়। এ সময় তাদের হাতেনাতে ধরে পুলিশে দিয়েছি।

জাহাঙ্গীর আরও বলেন, গ্যাস ট্যাবলেট ছিটানোর কিছুক্ষণ পর ঘেরের সব মাছ মরে যায়। ঘেরে রুই, গ্রাস কার্প, ব্ল্যাক কার্প, ট্যাংরাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেণু পোনা মারা গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনার পর এলাকাবাসী ও আশপাশের মাছের ঘের মালিকরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুস সামাদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর