Logo

সারাদেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রী

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:৩১

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত স্ত্রী

কিশোরগঞ্জের ইটনায় খোলা জায়গায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রীও।

শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরোদ দাস দৈলং নতুন হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিরোদ দাস ও তার স্ত্রী বাড়ির সামনের হাওরে খোলা জায়গায় ধান শুকানোর কাজ করছিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ অবস্থায় স্বামী-স্ত্রী দুজনেই দৌড়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিরোদ দাসের মৃত্যু হয়। তার স্ত্রীও আঘাত পান। তবে তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় স্বামী-স্ত্রী দুজনেই ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে বজ্রপাতের শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালও বজ্রপাতে কৃষক নিরোদ দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ ভূইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর