Logo

সারাদেশ

লালমনিরহাটে হামলার শিকার ৩ সাংবাদিক

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:৫২

লালমনিরহাটে হামলার শিকার ৩ সাংবাদিক

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা কভার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন সাংবাদিক।

শুক্রবার (১৬ মে) সকালে ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য, দৈনিক জনবানীর প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত-এর প্রতিনিধি রব্বানী আহমেদ। আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব তার দলবল নিয়ে প্রতিপক্ষ আয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় সংবাদ সংগ্রহে যান তিনজন সাংবাদিক। ভিডিও ধারণ করতে গেলে হাবিব ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়।

ঘটনার পর আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যান।

তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত কিশোর গ্যাং লিডার হাবিব ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

রাহেবুল ইসলাম টিটুল/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর