Logo

সারাদেশ

জামালপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা, পাল্টাপাল্টি মিছিল

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:১৫

জামালপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা, পাল্টাপাল্টি মিছিল

জামালপুর জেলা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন শিফাতের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্টেশন রোড থেকে মশাল মিছিল বের করে। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন রোডে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, গঠিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়ে জামালপুরে পকেট কমিটি ঘোষণা করেছে। দুই দিনের মধ্যে ঘোষিত এ কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে আতিকুর রহমান সুমিলকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

অপরদিকে রাতেই জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। 

মিছিলটি শহরের কাচারীপাড়া আজাদ ডাক্তারের মোড় থেকে বের হয়ে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঘোষিত কমিটির নেতারা।

মেহেদী হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর