Logo

সারাদেশ

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:০১

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাগুরার বিচারক জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

মামলায় হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব ও রাতুলকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামিকেই আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। তার আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২৩ এপ্রিল চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র ২৫ কার্যদিবসের মধ্যেই রায় ঘোষণা হলো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ১১ বছরের শিশু আছিয়া। সেখানেই সে ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আছিয়া মারা যায়।

এ ঘটনায় এলাকায় তীব্র জনরোষ সৃষ্টি হয়। বিচারের দাবিতে স্থানীয়রা বিভিন্ন কর্মসূচি পালন করে। দীর্ঘদিন ধরেই মামলাটি আলোচিত ছিল।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর