
ছবি : সংগৃহীত
খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা এলাকাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
তিনি জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
- ডিআর/এটিআর