Logo

সারাদেশ

কলাপাড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৩:০৫

কলাপাড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে পুকুরের সব ধরনের মাছ মারা যায় বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তারা দাবি করেন, এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে শামিম খলিফার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী আল-আমিন মল্লিক জানান, ফজরের সময় তার মা মিনারা বেগম অজু করতে গিয়ে পুকুরে মাছ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি বাড়ির অন্য সদস্যদের জানান। স্থানীয়রা এসে মাছগুলো উদ্ধার করে কিছু বাজারে বিক্রির জন্য পাঠান। এরপর অনেকেই পানির নিচে তলিয়ে থাকা মাছ সংগ্রহ করতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শারমিন বেগম বলেন, পরিকল্পিতভাবে আমাদের এত বড় ক্ষতি করা হয়েছে। কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। তারপরও কেন এমন ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না। আমরা এর সঠিক বিচার চাই।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর