গাজীপুরে লাইনের পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:৩৫

গাজীপুরে কারখানার লাইনের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় একটি কারখানার লাইনের পানি পান করে অসুস্থ হয়েছেন প্রায় দুই শতাধিক শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে তৃষ্ণা মেটাতে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কারখানার লাইনের পানি পান করেন। এর কিছুক্ষণ পর থেকেই একে একে প্রায় দুই শতাধিক শ্রমিকের পেটে ব্যথা ও বমি শুরু হয়। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ওই কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে তাদের অনেকে পানি পান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রমিকরা কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। শনিবার ওই পানি পান করার পর ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করে এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাজী মো. আব্দুল মান্নান/এমবি