Logo

সারাদেশ

ফরিদপুরে বিএনপির ব্যানার সরানোর প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:২০

ফরিদপুরে বিএনপির ব্যানার সরানোর প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরে বিএনপির ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। শনিবার (১৭ মে) ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন যুবদল নেতারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি কাউসার সরদার, জব্বার জমাদার, মো. আরমান হোসেন, মইদুল ইসলাম কাকন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, সদস্য মোহাম্মদ কামরুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি একটি জনপ্রিয় ও গণতান্ত্রিক দল। খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে।

তারা অভিযোগ করেন, গত এক সপ্তাহে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যক্কারজনক।

যুবদল নেতারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা জড়িত। তাদের অভিযোগ, ‘বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এসব কাজ করা হচ্ছে। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে যুবদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বক্তারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর