গড়াই নদী তীরের মাটি যাচ্ছে ভাটায়, লক্ষাধিক টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:৪৪

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে গড়াই নদীর তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রি। ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে গড়াই নদীর তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় গড়াই নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে যদুবয়রা গ্রামের মন্টু শেখ ও তরিকুল ইসলামকে ৫০ হাজার টাকা করে এবং তেবাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে গড়াই নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমবি