Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:৫৮

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত রবি ঘোষকে (৬৮) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

শনিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার নওয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান চালায়। তবে বাহিনী পৌঁছানোর আগেই রবি ঘোষ কৌশলে বিপুল পরিমাণ মাদক সরিয়ে ফেলেন। তার কাছ থেকে দশ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, রবি ঘোষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

আলফাডাঙ্গা থানা উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে। মামলায় শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর