Logo

সারাদেশ

বিএসএফের পুশইন

পঞ্চগড় সীমান্তে ১১ বাংলাদেশি আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ২০:৩০

পঞ্চগড় সীমান্তে ১১ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের বোদা উপজেলার দুই সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ বাংলাদেশি নারী-পুরুষকে পুশইন করেছে। তাদের আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার (১৬ মে) রাত থেকে শনিবার (১৭ মে) দুপুর পর্যন্ত বোদার বড়শশী ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করে কাজ করছিলেন। গত ২ মে ভারতের মুম্বাই থেকে পুলিশ তাদের আটক করে। পরে ১৭ মে ১২৫ জন বাংলাদেশিকে বিমানে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিএসএফ ১১ জনকে পঞ্চগড় সীমান্তে পুশইন করে।

আটকদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বাসিন্দারা।

বিজিবি সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বোদা থানায় হস্তান্তর করে। বিজিবির পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোদা থানার ওসি আজিম উদ্দিন।

বিজিবির নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি তৎপর রয়েছে।

এসকে দোয়েল/এআরএসন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর