বিএনপি নিলে ‘চাঁদাবাজি’, অন্যরা নিলে ‘হাদিয়া’ : শাহরিন তুহিন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:১৭
-6828a8855cae7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘বিএনপি চাঁদা তুললে বলা হয় চাঁদাবাজি, অথচ অন্য কোনো দল তুললে সেটি হয়ে যায় ‘হাদিয়া’। এই দ্বৈতমানদণ্ড গণতন্ত্রের পরিপন্থী’— বলে মন্তব্য করেছেন বিএনপির নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শনিবার (১৭ মে) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। উন্নয়নের নামে লুটপাট, বিচারব্যবস্থা ও ভোটের অধিকার ধ্বংস করা হয়েছে।’
আন্দোলনের মাধ্যমে দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজিত হোক।’
শাহরিন তুহিন অভিযোগ করেন, ‘একটি বিশেষ দল ব্যাংকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে নিচ্ছে। আর সরকারের বিশেষ আদেশে তাদের নেতারা জেলেও না গিয়ে রাজনীতি চালিয়ে যাচ্ছেন। আমি নিজেই দেশে ফিরে বৈষম্যের শিকার হয়েছি।’
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমসহ স্থানীয় নেতারা।
এর আগে বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠেও উপজেলা বিএনপির পক্ষ থেকে শাহরিন তুহিনকে গণসংবর্ধনা দেওয়া হয়।
দীর্ঘ ১৮ বছর ৩ মাস পর দেশে ফিরে এসেছেন এই বিএনপি নেতা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, ‘সরকারি আক্রোশে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তুহিন সাহেব। তার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।’
এআরএস