‘সংস্কার কবে শেষ হবে, তফসিল কবে আসবে জানতে চায় জনগণ’

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:২৩
-6828a9e1c33ae.jpg)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনি সংস্কারের কথা বলছেন, কমিশন করছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতের কথা বলছেন—কিন্তু কবে করবেন, কবে তফসিল দেবেন, সেটা বলছেন না। এখন জনগণ জানতে চায়—সংস্কার কবে শেষ হবে, আর নির্বাচন কবে হবে।’
শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া সা’দত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
রিজভী বলেন, ‘নির্বাচিত সরকার থাকলে অনেক কাজ সম্ভব হতো, কিন্তু এখন বাজার নিয়ন্ত্রণ নেই। শেয়ারবাজার ধসে পড়েছে, কোরবানির আগেই মসলার দাম বেড়েছে। জবাবদিহিমূলক সরকার থাকলে এসব পরিস্থিতি তৈরি হতো না।’
তিনি বলেন, ‘যে ভোটের জন্য রক্ত ঝরেছে, নেতাকর্মীরা জীবন দিয়েছে—সেই ভোটই আমরা পাইনি। জনগণ আজও তাদের প্রতিনিধি নিজের ইচ্ছায় বেছে নিতে পারছে না। ভোটের অধিকার এখনো ফেরত আসেনি।’
খেলায় সাতপাইকা ফুটবল একাদশ আফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিএনপির স্বেচ্ছাবিষয়ক সহসম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বাছেদ ভূঁইয়া প্রমুখ। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সুমন রায়/এআরএস