শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে হাসেম

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৩৮
-6828ad7a3fe1a.jpg)
মো. হাসেম আহমেদ সিদ্দিকী বাবু
শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী বাবু।
শনিবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ স্বেচ্ছাসেবক দলের শেরপুর জেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব নেওয়ায় সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. হাসেম আহমেদ সিদ্দিকী বলেন, ‘স্বৈরাচারী সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েছি, তবু আপস করিনি। সংগঠনের প্রতি ত্যাগের মূল্যায়ন হয়েছে। জীবনের বিনিময়েও সংগঠনের জন্য কাজ করব।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর ঘোষিত আট সদস্যের জেলা কমিটিতে নিয়ামুল হাসান আনন্দ সভাপতি এবং হাসেম আহমেদ সিদ্দিকী সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. জাহিদ হাসান টিটু, সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইমরুল কায়েস রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান তারা ও মো. মনির হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।
শাহরিয়ার শাকির/এআরএস