নারায়ণগঞ্জে যানজট নিরসনে একের পর এক অভিযান, নেই স্থায়ী সমাধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৪৪
-6828aef6d46fe.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জ শহরে যানজট এখন নিত্যদিনের ভোগান্তি। সপ্তাহের পাঁচটি কর্মদিবসেই নগরবাসীকে জর্জরিত করে এ সমস্যা। বিভিন্ন সময় প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।
গত বছর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, মীর জুমলা সড়কসহ বিভিন্ন এলাকায় যৌথভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ভ্যান, মোটরসাইকেল ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আরোপ করা হয় অর্থদণ্ড।
সর্বশেষ ৬ মার্চ চাষাঢ়া থেকে মীর জুমলা সড়ক পর্যন্ত অভিযানে রাস্তার ওপর থাকা ভাসমান দোকান, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নেওয়া হয়। লা ভিস্তা রেস্টুরেন্টের দখলে থাকা ফুটপাতও উচ্ছেদ করা হয়। অভিযানে ৬ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বাস কাউন্টার ও ট্রাক দাঁড়ানোর কারণে চাষাঢ়ায় যানজট তৈরি হয়। নির্দিষ্ট সময়সীমা দিয়ে তাদের সরে যেতে বলা হয়েছে। এখানে নো-পার্কিং জোন নির্ধারণ করা হয়েছে।’
ফেব্রুয়ারিতে জেলা প্রশাসনের একাধিক অভিযানে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, জব্দকৃত মোটরসাইকেল ডাম্পিং এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
জানুয়ারি মাসে নতুন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকরা শহরের প্রধান সমস্যা হিসেবে যানজটের কথা তুলে ধরেন। ডিসি আশ্বাস দেন, ‘যানজট ও হকার সমস্যা সমাধানে আমরা সময়সীমার মধ্যেই কার্যকর উদ্যোগ নিতে চাই।’
তবে বাস্তব চিত্র বলছে, উচ্চপর্যায়ের কর্মকর্তা আসলে শহরে ‘ভেল্কি’ দেখায় ট্রাফিক পুলিশ; যানজট থাকে না। আবার তারা চলে গেলে ফের অটোর জঞ্জালেই নাকাল হয় নগরবাসী।
এআরএস