সৌদি আরবে ফেনীর যুবক অপহৃত, বিকাশে মুক্তিপণ দিয়ে উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৫৫
-6828b179c80a4.jpg)
ছবি : সংগৃহীত
সৌদি আরবে অপহরণের শিকার হয়েছেন ফেনীর সোনাগাজীর জয়নাল আবেদীন বাবলু (৩৫) নামে এক প্রবাসী যুবক। তাকে অপহরণ করে নির্মম নির্যাতন চালিয়ে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বাংলাদেশে থাকা স্বজনরা বিকাশে দেড় লাখ টাকা পরিশোধ করলে ২৬ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
বাবলু ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সিরাজুল হকের ছেলে। পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান তিনি। সেখানে মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, ১১ মে রাতে রিয়াদের সোলাই ১৮ নম্বর কুবরি এলাকায় যাত্রী নিয়ে গেলে ৬-৭ জন বাংলাদেশি তাকে গাড়িসহ অপহরণ করে। চোখ-মুখ বেঁধে তাকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং ইমো ভিডিও কলে তার ওপর নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সময়মতো টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
অপহরণকারীরা সৌদিতে টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশে তিনটি বিকাশ নম্বর দেন—০১৭৫০১৯৪৮৮৯, ০১৬১৮৯৬৪৪৩৯, ০১৮৮৫৬৯৮০৫৩। নিরুপায় হয়ে বাবলুর স্বজনরা এসব নম্বরে দেড় লাখ টাকা পাঠালে ১৩ মে রাতে তাকে চোখ-মুখ বাঁধা অবস্থায় গাড়িসহ সড়কে ফেলে রেখে যায় অপহরণকারীরা।
বাবলুর ভাই হারুনুর রশিদ শনিবার সোনাগাজী মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানার ওসি মো. বায়েজীদ আকন জানান, বিকাশ নম্বরগুলোর মধ্যে একটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ছাদেকপুর এলাকার নাজির হোসেন নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত। বাকি দুটি নম্বরের তথ্য সংগ্রহ চলছে।
ভুক্তভোগীর আরেক ভাই প্রবাসী ওমর ফারুক জানান, ঘটনাটি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে জানানো হলেও কোনো সহায়তা পাননি। তার অভিযোগ, একই ধরনের ঘটনায় রিয়াদে আরও অন্তত ১০-১২ জন বাংলাদেশি যুবক অপহরণের শিকার হয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন।
এআরএস