Logo

সারাদেশ

ফরিদপুরে বজ্রপাতে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৯:৫৪

ফরিদপুরে বজ্রপাতে আগুন, তুলার গোডাউন পুড়ে ছাই

ফরিদপুরে বজ্রপাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ মে) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় কানাইপুর বাজারের মো. আমির হোসেনের তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছে আগুন ধরে যায়। পরে সেই গাছের একটি অংশ গোডাউনের ছাদের ওপর পড়ে আগুন লেগে যায়। এতে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোডাউনের ভেতরে থাকা তুলা দাউ দাউ করে জ্বলতে থাকে।

স্থানীয় ব্যবসায়ী স্বপন বিশ্বাস বলেন, রাতে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ করে একটি খেজুর গাছে বজ্রপাত হলে আগুন ধরে যায়। সেই আগুন গোডাউনের চালায় পড়ে গেলে মুহূর্তেই গোডাউনে আগুন লেগে যায়।

ঘটনার বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দুটি ইউনিট পাঠাই। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

  • অপূর্ব অসীম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর