Logo

সারাদেশ

১৬ ইঞ্চি কলাগাছে ৭টি মোচা!

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৫:০০

১৬ ইঞ্চি কলাগাছে ৭টি মোচা!

কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা। ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি উচ্চতার একটি কলাগাছে ৭টি মোচা ধরেছে। এত ছোট গাছে এতগুলো মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এ মোচা একনজর দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় করছেন।

এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের উত্তরে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নুরজ্জামালের বাড়ির পাশে ওই কলাগাছটি রয়েছে। সেখানে একটি ১৬ ইঞ্চি উচ্চতার কলাগাছে ৭টি মোচা বের হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এত মোচা দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে বাড়ির লোকজন গিয়ে গাছের দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই ছোট কলাগাছে ৭টি মোচা দেখতে ভিড় জমায়।

সোনাবর এলাকা থেকে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) বলেন, এতো ছোট কলাগাছে ৭টি মোচা কখনো দেখিনি। এ প্রথম জীবনে দেখলাম।

সেকেন্দার আলী নামে একজন বলেন, এটা গজবের লক্ষণ।

এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অতিমাত্রায় পরাগায়ন হয়েছে। এজন্যই হয়তো এতগুলো মোচা এসেছে। তবে এটি খুবই দুর্লভ ঘটনা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর