Logo

সারাদেশ

সংস্কার ছাড়া নির্বাচন নয় : মুজিবুর রহমান

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:০৮

সংস্কার ছাড়া নির্বাচন নয় : মুজিবুর রহমান

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকার ব্যবস্থার পুনর্বহালের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেছেন, `খেলাধুলায় যেমন নিরপেক্ষ রেফারি দরকার, তেমনি সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় সরকার নয়, কেয়ারটেকার সরকার প্রয়োজন। একসময় সবাই মেনে নিলেও এখন যারা ক্ষমতায়, তারা তা আর চায় না।'

শনিবার (১৬ মে) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি দাবি করেন, কেয়ারটেকার সরকারের রূপকার ছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। সংবিধান থেকে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করাকে `নিরপেক্ষ নির্বাচনের হত্যাকাণ্ড' হিসেবে আখ্যায়িত করেন মুজিবুর রহমান।

তিনি বলেন, `সরকার সংস্কার না করলে কোনো নির্বাচন হবে না। আগে বিচার হোক, তারপর ঠিক হোক কারা নির্বাচনে অংশ নিতে পারবে।'

আলেমদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, `পৃথিবীর ইতিহাসে এত আলেমকে হাত-পা শিকলে বেঁধে কারাগারে নেওয়ার নজির নেই।'

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন।

সম্মেলনে ওয়ার্ড ও ইউনিট সভাপতিসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন নিয়ে আলোচনা করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর