Logo

সারাদেশ

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:১০

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা ও ছেলেসহ তিনজন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা ও ছেলেসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলো মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮)। তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে ও রোহান একই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।

আহতরা হলেন- মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮)। আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সেও একই মাদ্রাসার একই বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা-ছেলে ও রাহিম ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় হঠাৎ পৌরসভার ড্রেনে বায়োগ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজনই কমবেশি আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ও ছেলেকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর