Logo

সারাদেশ

গড়পাড়া ইউপি চেয়ারম্যান মাসুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:২১

গড়পাড়া ইউপি চেয়ারম্যান মাসুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দেওয়ান মাসুদ রানা

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানার বিরুদ্ধে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৯ জন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট তৎকালীন চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ২ নম্বর ওয়ার্ডের সদস্য দেওয়ান মাসুদ রানা প্যানেল চেয়ারম্যান এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে তিনি একাধিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদেও রয়েছেন।

অভিযোগে বলা হয়, আসবাবপত্র কেনার প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে কম দামের ফার্নিচার সরবরাহ ও ভুয়া ভাউচার দাখিল করা হয়েছে। ট্যাক্স বাবদ আদায় করা ৫০ হাজার টাকা নিজের কাছে রেখেছেন এবং চৌকিদার ট্যাক্স থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ‘অগ্রিম বেতন’ হিসেবে নিয়েছেন, যা আইনবিরুদ্ধ।

ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের আয় থেকেও মাসিক অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। ঈদ উপলক্ষে বিতরণ করা শাড়ি ও উন্নয়ন প্রকল্প বণ্টনেও স্বজনপ্রীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ৫৮০টি ভিজিএফ কার্ডের মধ্যে মাত্র ৮০টি সদস্যদের দেওয়া হয় এবং বাকি কার্ড নিজের মতো বণ্টন করা হয়েছে।

গড়পাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলাল হোসেনসহ ৯ জন সদস্য জেলা প্রশাসকের কাছে অভিযোগ জমা দিয়ে চেয়ারম্যানকে অপসারণ করে নতুন প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক নিয়োগের দাবি জানান।

এ বিষয়ে দেওয়ান মাসুদ রানা বলেন, ‘কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগে স্বাক্ষর করানো হয়েছে। চাইলে আমি দায়িত্ব ছেড়ে দিতে রাজি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবা-উল-সাবেরিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর