Logo

সারাদেশ

গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:৩৩

গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানসহ ১০/১২ জন সাংবাদিকদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু। এতে বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, সিনিয়র সহসভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, রুহুল আমীন সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত আলী, ডিবিসি নিউজের মাহসুদা সিকদার ও ডেইলি স্টারের মঞ্জুরুল করিম প্রমুখ।

আরও পড়ুন : গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের হামলায় ১২ সাংবাদিক আহত

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় যেন হামলার শিকার না হন, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে সাংবাদিক প্রতিনিধিরা গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অতিরিক্ত পুলিশ সুপার আশ্বস্ত করে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ সময় গাজীপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রিপোর্টার, ফটোজার্নালিস্ট ও মিডিয়াকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শনিবার (১৭ মে) গাজীপুরের কাপাসিয়া বিএনপির একাংশের মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সমর্থনকারীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ হামলায় যমুনা টিভির ক্যামেরাপারসনসহ ১০/১২ জন সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত যমুনা টিভির ক্যামেরাম্যান রকি হোসেন (২৬) বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য খোরশেদ আলমসহ আরও বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর