Logo

সারাদেশ

মাদক কারবারিদের হামলায় হাসপাতালে ২ বিজিবি সদস্য

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:৫২

মাদক কারবারিদের হামলায় হাসপাতালে ২ বিজিবি সদস্য

লালমনিরহাটের পাটগ্রামে মাদক কারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য আহত। ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের পাটগ্রামে মাদক কারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।

রোববার (১৮ মে) ভোররাতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের নাজিরগোমানী সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন- অনুজ কুমার ও মনিরুজ্জামান। তারা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তে নিয়মিত টহল দেয় বিজিবির নাজিরগোমানী ক্যাম্পের একটি টহলদল। এ সময় কয়েকজন মাদক কারবারি চোরাচালানের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। এতে দুই বিজিবি সদস্য অনুজ কুমার ও মনিরুজ্জামান আহত হন।

৬১ বিজিবি ব্যাটালিয়নের নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপণ কুমার সরকার বলেন, এ ঘটনায় বিজিবি ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর