Logo

সারাদেশ

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে কিশোরগঞ্জকে সংবর্ধনা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:১৯

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে কিশোরগঞ্জকে সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জনকারী কিশোরগঞ্জ জেলা দলকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (১৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার কোচ ও খেলোয়াড়, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলীয়ভাবে তোলা হয় স্মৃতিমূলক ছবি। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রসঙ্গত, কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কুমিল্লাকে ১৮৪ রানে হারিয়ে ইতিহাস গড়ে কিশোরগঞ্জ জেলা ক্রিকেট দল। এ ঐতিহাসিক সাফল্যে কিশোরগঞ্জবাসীর মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর