Logo

সারাদেশ

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:৪৫

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

লালমনিরহাট সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ মে) দুপুরে কুড়িগ্রাম দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের রোগীদের খাবার সরবরাহ, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে নানা অনিয়মের চিত্র পান। 

অভিযোগ রয়েছে, বাজেট অনুযায়ী রোগীদের যে পরিমাণ খাবার সরবরাহ করার কথা, বাস্তবে তার তুলনায় অনেক কম সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে প্রতি পিস মাছের ওজন হওয়ার কথা ৯০ গ্রাম হলেও তা দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৫০ গ্রাম।

অভিযানের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা বেগম। দুদকের কর্মকর্তারা জানান, অভিযানে সংগ্রহ করা তথ্য ও অভিযোগসমূহ লিখিতভাবে দুদকের কুড়িগ্রাম কার্যালয়ে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর