
ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘ তাপপ্রবাহের পর পটুয়াখালীর কলাপাড়ায় অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে কলাপাড়া উপজেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এর আগে ভোররাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায়।
দীর্ঘ এক মাসের প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। অনেককে রাস্তায় ভিজতে ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
স্থানীয় চায়ের দোকানদার আবু সালেক বলেন, ‘অনেকদিন পর বৃষ্টিতে ভিজে খুব আনন্দ পেয়েছি। গরম অনেকটাই কমে গেছে।’
বৃষ্টিতে উপকৃত হয়েছেন মৌসুমি সবজি চাষি ও ফল বাগানিরা।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘আগামী তিন দিন উপকূলজুড়ে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।’
এআরএস