Logo

সারাদেশ

কার্ড থাকলেই কেউ সাংবাদিক হয়ে যায় না : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:১৪

কার্ড থাকলেই কেউ সাংবাদিক হয়ে যায় না : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ছবি : বাংলাদেশের খবর

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

রোববার (১৮ মে) বরিশাল সার্কিট হাউজে আয়োজিত ‘অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কার্ড থাকলেই কেউ সাংবাদিক হয়ে যায় না। সাংবাদিকতায় একাডেমিক জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা এবং আইন সম্পর্কে ধারণা থাকা জরুরি। প্রেস ক্লাব নেতৃত্ব নয়, পেশাদারিত্বের জায়গা। মিডিয়া ট্রায়ালের সংস্কৃতি পরিহার করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়েদুল্লাহ, ডেপুটি পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন ও তথ্য অফিসার আফরোজ নাইচ রিমা।

অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

জেআই জুয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর