Logo

সারাদেশ

শেরপুরে নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার আশঙ্কা

Icon

মো. শাহরিয়ার শাকির, শেরপুর

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:৩২

শেরপুরে নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার আশঙ্কা

ছবি : বাংলাদেশের খবর

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণের প্রভাবে শেরপুর জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় একাধিক দফায় মাঝারি থেকে ভারি বৃষ্টিতে জেলার কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে কৃষকরা আগেভাগেই ধান কেটে ফেলায় বড় ধরনের ফসলি ক্ষতির সম্ভাবনা কম। তবে হঠাৎ বন্যা হলে মৎস্য চাষীরা ক্ষতির মুখে পড়তে পারেন।

স্থানীয় কৃষক খাইরুল বলেন, ‘এবার আগেই ধান কেটে ফেলছি, তবে খড় শুকাতে সমস্যা হচ্ছে।’

আরেক কৃষক রহমত জানান, “আগাম ধান কেটে ফেলছি, ফলনও ভালো হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সতর্কবার্তায় জানানো হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু জেলার নিম্নাঞ্চল ২০ মে পর্যন্ত সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এতে জনজীবন ও কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় শেরপুর কৃষি বিভাগ মাঠে থাকা আধা-পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে রাখার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় যেসব ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, তা কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু হয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে নদীর পানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। তিনি সাংবাদিকদের জানান, ‘আগাম বন্যা হলে তা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর