Logo

সারাদেশ

শেরপুরে ডাইক প্রকল্পে ভুয়া চুক্তিপত্র-জমি দখলের অভিযোগ

Icon

বগুড়া (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:২৮

শেরপুরে ডাইক প্রকল্পে ভুয়া চুক্তিপত্র-জমি দখলের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে নদীভাঙনকবলিত জমিতে ডাইক নির্মাণ প্রকল্পে ভুয়া চুক্তিপত্র ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) বিকেলে মানববন্ধন করে এ অভিযোগ তোলেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

ভূমি মালিক মাহবুবুর রহমান, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম ও হযরত আলী জানান, তারা পৈতৃক সূত্রে পাওয়া নদীভাঙনের রেকর্ডভুক্ত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সরকারের নদী খনন প্রকল্পে এসব জমিতে ডাইক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ফিরোজ সরকার ও বাকিউর রহমান বাবু নামে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ভুয়া চুক্তিপত্র করে কাজ শুরু করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তারা।

ভূমি মালিকদের দাবি, প্রকল্পে ব্যবহারের জন্য ১২ বিঘা জমি প্রয়োজন হলেও ফিরোজ সরকারের দখলে আছে মাত্র ৭০-৮০ শতক। অন্যদিকে বাকিউর রহমান বাবু নামে গ্রামে কোনো ব্যক্তি বা জমির অস্তিত্ব নেই।

তারা জানান, প্রকৃত মালিকদের মধ্য থেকে আটজন ব্যক্তি বৈধভাবে ১২ বিঘা জমি চুক্তির মাধ্যমে বরাদ্দ দিয়েছেন। তবে কোম্পানিটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত মালিকদের উপেক্ষা করছে।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, জমি দখলের জন্য কিছু মালিককে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি ফসলি জমিতে বালু ফেলে নষ্ট করার হুমকিও দেওয়া হচ্ছে। এতে গ্রামে উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

সুষ্ঠু তদন্ত ও প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন জমির মালিকরা।

এ বিষয়ে সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব বলেন, ‘দলীয়ভাবে কোনো অনিয়ম প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মো. আবদুল ওয়াদুদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর