Logo

সারাদেশ

ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০, বাড়িঘর-দোকান ভাঙচুর

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:৩৯

ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০, বাড়িঘর-দোকান ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষে ভাঙচুর হয়েছে অন্তত ১০টি বাড়ি ও দোকান।

হরিণাকুণ্ডুর চরপাড়া ও শৈলকুপার মাইলমারী গ্রামের মধ্যে কুমার নদী বিভাজন করলেও একটি সেতু সংযোগ তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাছ কেনাবেচা নিয়ে দুই গ্রামের এক মুরব্বিকে ঘিরে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রোববার ফের উত্তেজনা ছড়ায়।

রোববার সকালে চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাইলমারীর দুই শিক্ষার্থীকে চরপাড়া গ্রামের তিন বহিরাগত যুবক মারধর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপুরের পর শত শত মানুষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে দুই গ্রামের অন্তত ৪০ জন আহত হন। ভাঙচুর হয় ২টি বাড়ি ও ৭-৮টি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে চেষ্টা চালায়। পরে বিকেলে সেনাবাহিনী এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

হরিণাকুণ্ডু ইউএনও বিএম তারিকুজ্জামান জানান, সংঘর্ষে চরপাড়া গ্রামের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে বেশি। বর্তমানে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি মো. আব্দুর রউফ খান বলেন, ‘ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। এখনও কেউ আটক হয়নি বা মামলা হয়নি।’

এম বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর