কুলাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:৪৬

ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর থেকে রনচাপ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১৮ মে) বিকেলে রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল), শিবলু মিয়াসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, গালা ও বিটুমিন না দিয়ে সরাসরি মাটির ওপর কার্পেটিংসহ নানা অনিয়ম করা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ করলে ঠিকাদার এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত ও সড়ক সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। দাবি না মানা হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।
এআরএস