ফুলগাজীতে সিএনজি ভাড়া বাড়ানোর দাবিতে চালকদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:৫০

ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ফুলগাজী সদরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে ভাড়া বাড়ানোর দাবিতে দিনব্যাপী বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা।
রোববার (১৮ মে) ফুলগাজী সদরের যাত্রী ছাউনি এলাকায় সিএনজি চলাচল বন্ধ রেখে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন ফেনীগামী যাত্রীরা।
খবর পেয়ে ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বিষয়টি অবগত আছেন এবং আগামীকাল চালক, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুলগাজী উপজেলা শ্রমিক দলের নেতা শাহেদ মজুমদার বলেন, উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় যৌক্তিক সিদ্ধান্ত আশা করছেন তারা।
সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার জানান, ফুলগাজী সদর ছাড়া অন্যসব এলাকায় সিএনজি চলাচল স্বাভাবিক ছিল। বৈঠকের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস