Logo

সারাদেশ

সাম্য হত্যার প্রতিবাদে কটিয়াদীতে ছাত্রদলের বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:৫৮

সাম্য হত্যার প্রতিবাদে কটিয়াদীতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কটিয়াদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে কটিয়াদী সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকের সামনে সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাফিউল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন নয়নের সঞ্চালনায় বক্তব্য দেন কটিয়াদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়া রিপন, জালালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সৌরভ শাহ প্রমুখ।

বক্তারা সাম্য হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিচার না হলে ছাত্রদলসহ জাতীয়তাবাদী আদর্শের সকল সংগঠন কঠোর আন্দোলনে নামবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর