-682a04ccbd0f5.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় মিনারা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঘরের আড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই মো. ইলিয়াস অভিযোগ করেন, মিনারার স্বামী মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য তার বোনকে নির্যাতন করছিলেন। ইলিয়াস বলেন, ‘ইব্রাহিম শ্বাসরুদ্ধ করে বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ বিষয়ে মামলা করা হবে।’
মো. ইলিয়াস আরও জানান, ঘটনার দিন স্বামী ইব্রাহিম ফোন করে মিনারার মৃত্যুর খবর দিয়েছে। পরে ইব্রাহিম তালা খুলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে চেষ্টা করছে, কিন্তু তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
ইব্রাহীম মাহমুদ/এআরএস