
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়িঘর।
রোববার (১৮ মে) বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের অনুসারী। তার ভাই মাহবুব হোসেন শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক হিসেবে পরিচিত। রোববার সকালে জমিজমা সংক্রান্ত নিয়ে নজরুল ইসলাম ও মাহবুব হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।
সংঘর্ষের সময় একাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে গ্রামে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
এমবি