Logo

সারাদেশ

সাভারে মহাসড়কের পাশে দাঁড়ানো বাসে আগুন

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:৫৮

সাভারে মহাসড়কের পাশে দাঁড়ানো বাসে আগুন

সাভারে মহাসড়কের পাশে দাঁড়ানো বাসে আগুন। ছবি : বাংলাদেশের খবর

ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ মে) রাত ১১টা ৫৮ মিনিটের দিকে ডিইপিজেড সংলগ্ন চন্দ্রামুখী লেন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ বাসে আগুন ধরে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

বাসচালকের সহকারী সফিকুল ইসলাম বলেন, গাড়ি রেখে গোসল করতে গিয়েছিলাম। ১০ মিনিট না যেতেই শুনি বাসে আগুন। কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। ভেতরে কয়েল বা কিছু জ্বালানো ছিল না।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পথচারীর ফেলে দেওয়া সিগারেট থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর