Logo

সারাদেশ

টিউবওয়েলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

Icon

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৮:২০

টিউবওয়েলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় টিউবওয়েলের হাতলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কফিল উদ্দিন (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কফিল উদ্দিন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ধান কাটার শ্রমিক ছিলেন। স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী রফিকুল ইসলাম জানান, তারা ধান কাটার কাজ শেষে বৃষ্টি শুরু হলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ির টিউবওয়েলের হাতলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কফিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় গৃহিণী দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও ততক্ষণে কফিল উদ্দিন অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রশিদুর রহমান খান বলেন, কফিল উদ্দিন ছিলেন একজন পরিশ্রমী মানুষ। তার পরিবার এখন চরম অসহায় হয়ে পড়েছে। আমরা স্থানীয়ভাবে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর