
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক।
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ও জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর নদী বন্দর এলাকার আলম শেখের বাড়ির পাশে তিনটি মোবাইল কোর্ট একযোগে অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে মাদকসেবন ও মাদক রাখার দায়ে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম মণ্ডল ও মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সুজন ফকির নামের এক আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
গাঁজা সেবনের সময় তার কাছ থেকে ২১ হাজার ৫০০ টাকা জব্দ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গাঁজা সেবনের দায়ে তানভির আহমেদকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মতি শেখকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৭.৫ গ্রাম হেরোইনসহ মিলনী ও আশা শেখ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এমবি