Logo

সারাদেশ

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:৩১

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।

গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, এ ঘটনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর