সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:৩১

সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. শামসুল হক (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে শামসুল হককে বাড়িতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বজনরা।
গুলিবিদ্ধ মো. শামসুল হক উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. নাজমুস সাকিব জানান, সামসুল হক নামের একজন বাম কাঁধের শোল্ডারে গুলির আঘাত পেয়ে সকালে এসেছিলেন। চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় কারফিউ চলছে। এর মধ্যেই কয়েকজন ওপারে যাওয়ার চেষ্টার সময় বিএসএফ তাদের ছত্রভঙ্গ করতে গুলি করে। এ সময় সামসুল হক গুলিবিদ্ধ হন।
এমবি