Logo

সারাদেশ

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:৪৫

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে লঞ্চযাত্রী সেজে ব্যাগে করে মদ নিয়ে পরিবহনের সময় গ্রেপ্তার হয়েছেন হাচান ওরফে চেউয়া হাসান নামে এক ব্যক্তি। সোমবার (১৯ মে) ভোর ৬টায় উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ভোরে অভিযান পরিচালনা করে। ঢাকা থেকে ছেড়ে আসা কালাইয়াগামী এমভি ঈগল-৫ লঞ্চটি ঘাটে ভিড়তেই শুরু হয় তল্লাশি। এ সময় এক যাত্রীর ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায় ১০ বোতল দেশীয় চোলাই মদ। পরে ওই যাত্রীকে আটক করা হয়। 

তার পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তিনি কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাচান, স্থানীয়ভাবে ‘চেউয়া হাচার’ নামে পরিচিত। আটক হাচান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগে থেকেই গোয়েন্দা নজরদারি চলছিল। তিনি রোববার রাত ১০টার দিকে চাঁদপুর থেকে লঞ্চে উঠে ঢাকা হয়ে কালাইয়ার উদ্দেশে যাত্রা করেন।

এ বিষয়ে বাউফল থানার উপপুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারি হাচানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরিফুল ইসলাম সাগর/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর