
ইকরামুজ্জামান মিনা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইকরামুজ্জামান মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নিজড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকরামুজ্জামান মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মিনার বিরুদ্ধে ঘোনাপাড়া দিদার হত্যা, গাড়ি ভাঙচুর এবং সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পলাশ সিকদার/এআরএস