Logo

সারাদেশ

বেড়ায় স্কুলজুড়ে অজানা আতঙ্ক

চিকিৎসক বলছেন ফুড পয়জনিং, শিক্ষক বলছেন স্প্রে

দুই দিনে ৪১ শিক্ষার্থী অচেতন

Icon

বেড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:০০

চিকিৎসক বলছেন ফুড পয়জনিং, শিক্ষক বলছেন স্প্রে

ছবি : বাংলাদেশের খবর

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে রহস্যজনকভাবে দুই দিনে ৪১ শিক্ষার্থী অচেতন হয়ে পড়েছে। হঠাৎ এমন ঘটনায় বিদ্যালয় ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি কক্ষে একে একে ৩৫ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এর আগের দিন রোববার বিকেলে সপ্তম শ্রেণির আরও ৬ শিক্ষার্থী একইভাবে অচেতন হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুই দিনই শ্রেণিকক্ষগুলোতে এক ধরনের অস্বাভাবিক গন্ধ পাওয়া যায়। অনেকে ধারণা করছেন, কেউ চেতনানাশক জাতীয় কিছু ছড়িয়েছে।

অচেতন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মাইমুনা খাতুন, সুমী, সুমাইয়া, জেরিন ইসলাম, সাদ্দাম হোসেন, আসিফ মাহমুদ, ফাতেমা খাতুনসহ অনেকে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, ‘দুটি কক্ষে গন্ধ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ চেতনানাশক স্প্রে করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নিলা জানান, গরম বা খাদ্যে বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটতে পারে। নিশ্চিত হতে পরীক্ষা প্রয়োজন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম বলেন, ‘স্কুল কর্তৃপক্ষকে সতর্কতা নিতে বলা হয়েছে। পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে গেছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ তদন্ত শুরু করেছে। অচেতনতার প্রকৃত কারণ জানতে পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর