
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
বক্তব্য রাখেন কোতোয়ালি থানার অপারেশন ইনস্পেক্টর আব্দুল্লাহ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, কানাইপুরের শাহ মো. আলতাফ হোসেন, নর্থ চ্যানেলের মোফাজ্জল হোসেন, অম্বিকাপুরের নুরুল আলম, কৈজুরীর সিদ্দিক ফকির, চাঁদপুরের মাসুদ হোসেন, চর মাধবদিয়ার তুহিন মণ্ডল এবং গেরদার শাহ মো. এমার হক। সভায় সার্বিক সহায়তা করেন উপজেলা উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সভায় উপজেলা পরিষদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া বাল্যবিবাহ, মাদক এবং নারী নির্যাতন প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। ঈদুল আজহাকে কেন্দ্র করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এআরএস