
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের চাপ সইতে না পেরে বাদশা মিয়া (৪০) নামে এক নৈশপ্রহরী আত্মহত্যা করেছেন।
সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাদশা মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে এবং উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ব্যাংক ও ব্যক্তিগতভাবে নেওয়া প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ঋণের চাপ সামাল দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন বাদশা মিয়া। পারিবারিক অশান্তিও দেখা দেয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের অজান্তে ইঁদুর মারার বিষ পান করেন তিনি। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।’
ফজলুল করিম ফারাজী/এআরএস