ঘুষ চাইলে ভিডিও ধারণ করে রাখবেন : দুদক কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:৪৬

দুর্নীতি দমন কমিশনের কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। ছবি : সংগৃহীত
ঘুষ চাইলেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
সোমবার (১৯ মে) সকালে সুনামগঞ্জের জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এমন একটা কালচার তৈরি হয়েছে যারা সেবা দিচ্ছে তারা টাকাকে প্রভু মনে করছে। নাগরিকের সঠিক অধিকার ও তার প্রাপ্য পাওনা তাকে বুঝিয়ে দিলেই তো সঠিকভাবে কাজটা করা যায়। প্রত্যেক নাগরিকের সঠিক অধিকার নিশ্চিত করতে হবে।’
এ সময় গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সমস্যা সমাধানে সেবা গ্রহীতাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত হলে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেবা গ্রহীতারা অভিযোগ জানান।
এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন, জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মো. আব্দুল হালিম/এমআই