
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শার্ট ডাউন কর্মসূচি শুরু করেছে।
সোমবার (১৯ মে) সকাল থেকে অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ফলে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী আমিরুল ইসলাম, আমির হোসেন ও তামান্না জানান, ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপসহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করতে হবে এবং প্রশিক্ষণের মান উন্নত করণ।
তারা আরও জানান, কর্তৃপক্ষ এ সকল দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি বহাল থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চাঁদপুর মেরিন টেকনোলজিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। সারাদেশে ৬টি মেরিন টেকনোলজিতে একযোগে এই কর্মসূচি চলছে।
আলআমিন ভূঁইয়া/এমআই