Logo

সারাদেশ

‘মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না’

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:৫৫

‘মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না’

ছবি : বাংলাদেশের খবর

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেয়া যাবে না। ফরিদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সীমা রানী সরকার, ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক এবং ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোরবানির ঈদ উপলক্ষে মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেয়া যাবে না। একই সঙ্গে ঈদের আগে বাসের অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর বাস মালিক সমিতি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভায় আরও জানানো হয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুসারে ফরিদপুরেও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন শনাক্ত ও অপসারণ করা হবে। পাশাপাশি হাইওয়েতে গতি সীমার অতিরিক্ত চালনার কারণে দুর্ঘটনা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, হাইওয়ের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। থ্রি-হুইলার ও সিএনজিচালিত যানবাহন যেন হাইওয়েতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব যানবাহন চলাচল বন্ধ করতে পারলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

অপূর্ব অসীম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর