Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ কর্মশালা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:০৭

আলফাডাঙ্গায় দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষি  প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ মে) উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাটআঁশ উৎপাদনকারী চাষীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, পাট অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ (উপসচিব)।

এ সময় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ.দা) উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ.দা) উজ্জ্বল বিশ্বাস জানান, দিনব্যাপী এই প্রশিক্ষণ  কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৭৫ জন পাটআঁশ উৎপাদনকারী চাষিকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেইসাথে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর